Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০২১

উত্তরাঞ্চলের চা শিল্পের সাথে সম্পৃক্ত অংশীজনদের নিয়ে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের মতবিনিময় সভা


প্রকাশন তারিখ : 2021-10-17

প্রেস রিলিজ

উত্তরাঞ্চলের চা শিল্পের সাথে সম্পৃক্ত অংশীজনদের নিয়ে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের মতবিনিময় সভা

পঞ্চগড়, ১৭ অক্টোবর, ২০২১ খ্রি.: বাংলাদেশ চা বোর্ড কর্তৃক আজ (১৭ অক্টোবর ২০২১ খ্রি. তারিখে) সকাল ৯.৩০ ঘটিকায় পঞ্চগড় সার্কিট হাউজে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে উত্তরাঞ্চলের চা শিল্পের সাথে সম্পৃক্ত অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি। সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ.কে.এম. রফিকুল হক।

উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আমিরুল হক খোকন পঞ্চগড়ের ক্ষুদ্র চা চাষিদের চা চাষে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন পঞ্চগড়ে এ উদীয়মান চা শিল্পের উন্নয়নে বর্তমান বাংলাদেশ চা বোর্ড তথা বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি চা শিল্পের উন্নয়নে বাংলাদেশ চা বোর্ডের বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে ১৪০ মিলিয়ন কেজি চা উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তিনি অত্র এলাকার চা চাষিদের ভর্তুকীমূল্যে সার, সহজ শর্তে প্লাকিং মেশিন সরবরাহ, ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলের মাধ্যমে চাষিদের প্রশিক্ষিত করা, চাষিদের কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি পঞ্চগড়ে চা উৎপাদন বৃদ্ধি ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন যেমন- ওয়্যারহাউজ, ব্রোকার হাউজ ইত্যাদি গড়ে উঠা সাপেক্ষে এ অঞ্চলে একটি চা নিলাম কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও ব্যক্ত করেন।

ঐদিনই পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালাবাহান ইউনিয়নের মাঝিপাড়া পেদিয়াগছ গ্রামে ক্ষুদ্র চা চাষিদের নিয়ে “উন্নত জ্ঞান উন্নত চা” শ্লোগানকে সামনে রেখে “ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল” এর ব্যানারে “বৈজ্ঞানিক পদ্ধতিতে চা আবাদী ব্যবস্থাপনা” শীর্ষক হাতেকলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি। বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়নের ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক এর সভাপতিত্বে অত্র এলাকার ৫০ জন ক্ষুদ্র চা চাষি অংশগ্রহণ করেন।

এর আগে গত ১৬ অক্টোবর ২০২১ খ্রি. বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান পঞ্চগড়স্থ বাংলাদেশ চা বোর্ড আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা, ল্যাবরেটরী, প্রশিক্ষণ কেন্দ্র, ভিপি চা নার্সারী পরিদর্শন করেন। সেই সাথে বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড় কার্যালয়ে “উন্নত জাত চায়ের ক্লোনাল প্রদর্শনী” প্লট উদ্বোধন করেন। ভবিষ্যতে যেখানে উচ্চ ফলনশীল ও গুণগতমানসম্পন্ন উন্নত জাত চায়ের ক্লোন গাছ থেকে পঞ্চগড়ের চাষিদের কাটিং ও চারা সরবরাহ করা হবে।     

(ড. মোহাম্মদ শামীম আল মামুন, ঊর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড়)